বাদল রায় স্বাধীন : অস্বাস্থ্যকর জটা চুল,সাধুর নাকি সাজ।
লেংটির মতো কাপড় দেখে,সবার লাগে লাজ।
চুলে দেখি উকুন সহ, জীবানুদের বাসা।
সিদ্ধি টানলে সাধুর ভাব,জমে নাকি খাসা।
দাঁড়ি গোঁফ একাকার,ভাতটা কেমনে খায়?
চুল শুকাতে সময় দেখি,তিনদিন চলে যায়।
বেশীর ভাগ সাধু আবার,চাঁদা নিয়ে চলে।
গাঁজা কিনে মারে টান,ধর্মের কথা বলে।
স্রষ্টা ভাবনার জন্য যদি,সিদ্ধি দরকার টানা।
চুল দাঁড়ি কাটতে কেন,থাকবে তাদের মানা?
সে বিষয়ে সবার আগে,জাগতে হবে বোধ।
পরিচ্ছন্ন থাকা কিন্তু,ধর্মের অঙ্গ খোদ।