মোয়াজ্জেম হোসেন
দুধের মাছি উড়ে আসি,
করছে কেবল নাচানাচি।
সময় খারাপ হলে পরে,
দুরে গিয়ে উড়ে বসি।।
কাজের সময় ঘুরে এসে,
করছে কেবল কানাকানি।
একটু খালি কাছাকাছি
চাচ্ছে কেবল স্বার্থখানি।
নতুন দিনে নতুন সাজে
চলবে সবাই কদম ফেলে
সব সময়ই চলতে রাজি,
লাগবে একটু সরের ভাজি।।