রওনক বিনতে মুনীব প্রীতি : অন্ধকার রাত, বিনিদ্র চোখে অস্পষ্ট প্রেতাত্মা!
দূরে কুকুর শেয়ালের হাঁক, কম্পিত হৃদয়,
জবুথবু হয়ে মুখ লুকিয়ে বালিশের তলায়,
চিন্তা রেখাগুলো স্পষ্ট হয়ে কুৎসিত কদাকার।
ভাগ্যটা লেপ্টে আছে কফিনের শেষ পেরেকে-
হতাশা কিলবিল করে মগজের শিরা উপশিরায়,
সুদীর্ঘ পথ পরিক্রমায় উপসংহার অদৃশ্য নির্ভর,
তব্ওু অপেক্ষা একটি স্বর্ণালি প্রভাত আলোর।
গোধূলী লগ্নে উন্মোচিত হোক আসল রহস্য!
যেথা ভালোবাসার ফাঁদে নাট্যশালার সেমিনার।