নিজস্ব প্রতিবেদক : বিশেষ কর্পোরেট সামাজিক কার্যক্রমের আওতায় গতকাল বুধবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পক্ষ থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ে টিএমএসএস এর নিকট ৫০ লাখ টাকার চেক প্রদান করা হয়। ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী টিএমএসএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নিকট চেক প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ- ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।