আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে ৩২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। সংকীর্ণ এই সড়কটি লিমার সাথে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে। পেরুর পুলিশ কমান্ডার সিজার সারভ্যানটিস জানান, ‘দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একটি ছেলে শিশু এবং ৩ বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে।’
প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। এক সময় বাসটি একটি পাথরে ধাক্কা দেয়ার পর প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়। এটি দেশটিতে মাত্র চার দিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা। গত রবিবার পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় অনেকে নিখোঁজ হন। এর দুই দিন আগে একটি বাস দেশের দক্ষিণ -পূর্বে খাদে পড়ে গিয়েছিল ১৭ জন প্রাণ হারান।
পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ৩২
ট্যাগস :
পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে বাস
জনপ্রিয় সংবাদ