ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

৮৩ ফুট ওপর থেকে পড়েও অক্ষত ছিল ডিম

  • আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ডিম ভেঙে যায় কি না, তা নিয়ে কতজনের কতই না সতর্কতা, কতই-না যত্ন। ডিম আনা-নেওয়ার সময় কিছুর সঙ্গে ধাক্কা খেল কি না, ডিমের খোসা ফেটে গেল কি না-এমন নানা দুশ্চিন্তা পোহাতে হয় তাঁদের। এরই মধ্যে ওপর থেকে পড়ে গেলে তো কথাই নেই। তাঁরা ধরেই নেন, ডিম শেষ। তবে এ সতর্কতা, যত্নআত্তি আর দুশ্চিন্তা মিথ্যা প্রমাণ করে দিয়েছে একটি ডিম। একেবারে ৮৩ ফুট উঁচু থেকে ফেলার পরও দিব্যি অক্ষত রয়েছে সেটি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একদল শিক্ষার্থী সম্প্রতি এ ‘অসাধ্য’ সাধন করে দেখিয়েছেন। শুধু তা–ই নয়, এত উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার কৃতিত্ব দেখিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ কাজে আগের রেকর্ডটি ছিল ভারতীয় নাগরিক রিতেশ এনের। ২০২৩ সালের ডিসেম্বরে ৫৪ দশমিক ১৩ ফুট উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রেডিফ্রিন-ইস্টটাউন স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি রেকর্ডটি ভেঙে দিয়েছেন। তাঁরা আরও প্রায় ৩০ ফুট বেশি উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখতে পেরেছেন। দলটিতে ছিলেন কনেসতোগা হাইস্কুলের শিক্ষার্থী ম্যাথিউ ম্যা, চার্লি গাউথরপ ও জেফ্রে ওয়াং এবং ভ্যালি ফোর্জ মিডল স্কুলের শিক্ষার্থী ব্রেকিন শেফলারউড ও শিক্ষক ডেরিক উড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেছেন, রেকর্ডটি নিশ্চিত করতে কয়েক সপ্তাহ ধরে প্রচুর ভিডিও প্রমাণ ও নথি একসঙ্গে করতে হয়েছে, তবে শেষ পর্যন্ত তা কাজে দিয়েছে। উডের আশা, তাঁদের এ রেকর্ড দীর্ঘমেয়াদি হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৮৩ ফুট ওপর থেকে পড়েও অক্ষত ছিল ডিম

আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: ডিম ভেঙে যায় কি না, তা নিয়ে কতজনের কতই না সতর্কতা, কতই-না যত্ন। ডিম আনা-নেওয়ার সময় কিছুর সঙ্গে ধাক্কা খেল কি না, ডিমের খোসা ফেটে গেল কি না-এমন নানা দুশ্চিন্তা পোহাতে হয় তাঁদের। এরই মধ্যে ওপর থেকে পড়ে গেলে তো কথাই নেই। তাঁরা ধরেই নেন, ডিম শেষ। তবে এ সতর্কতা, যত্নআত্তি আর দুশ্চিন্তা মিথ্যা প্রমাণ করে দিয়েছে একটি ডিম। একেবারে ৮৩ ফুট উঁচু থেকে ফেলার পরও দিব্যি অক্ষত রয়েছে সেটি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একদল শিক্ষার্থী সম্প্রতি এ ‘অসাধ্য’ সাধন করে দেখিয়েছেন। শুধু তা–ই নয়, এত উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার কৃতিত্ব দেখিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ কাজে আগের রেকর্ডটি ছিল ভারতীয় নাগরিক রিতেশ এনের। ২০২৩ সালের ডিসেম্বরে ৫৪ দশমিক ১৩ ফুট উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রেডিফ্রিন-ইস্টটাউন স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি রেকর্ডটি ভেঙে দিয়েছেন। তাঁরা আরও প্রায় ৩০ ফুট বেশি উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখতে পেরেছেন। দলটিতে ছিলেন কনেসতোগা হাইস্কুলের শিক্ষার্থী ম্যাথিউ ম্যা, চার্লি গাউথরপ ও জেফ্রে ওয়াং এবং ভ্যালি ফোর্জ মিডল স্কুলের শিক্ষার্থী ব্রেকিন শেফলারউড ও শিক্ষক ডেরিক উড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেছেন, রেকর্ডটি নিশ্চিত করতে কয়েক সপ্তাহ ধরে প্রচুর ভিডিও প্রমাণ ও নথি একসঙ্গে করতে হয়েছে, তবে শেষ পর্যন্ত তা কাজে দিয়েছে। উডের আশা, তাঁদের এ রেকর্ড দীর্ঘমেয়াদি হবে।