ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ফরিদপুরে ৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

  • আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকালে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৩ জনসহ বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজেদা বেগম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে ডাক্তার, নার্সসহ আগতদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সভা করা হয়। পরে হাসপাতালের ডেঙ্গু কর্নারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহার এবং হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা পলিন জানান, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ বছর জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট ৩৭৭ জন শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি আছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা চিকিৎসা দিতে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফরিদপুরে ৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকালে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৩ জনসহ বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজেদা বেগম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে ডাক্তার, নার্সসহ আগতদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সভা করা হয়। পরে হাসপাতালের ডেঙ্গু কর্নারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহার এবং হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা পলিন জানান, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ বছর জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট ৩৭৭ জন শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি আছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের আলাদা চিকিৎসা দিতে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে।