ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

গত ১৬ বছরের ৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা করেছেন: বঙ্গবীর

  • আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিগত ১৬ বছর দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ও বিপ্লব যদি ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় শহীদ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বঙ্গবীর। নির্জন সম্প্রতি কক্সবাজারে ঢাকাতের ছুরকাঘাতে নিহত হন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনার সরকার। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার বলে মন্তব্য করে বঙ্গবীর বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলেছে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’ দেশে মানবিক মূল্যবোধ নিয়ে হতাশা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর পোশাক পরা একজন কর্মকর্তার গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারে, তখন বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই।’ এ থেকে উত্তোরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গত ১৬ বছরের ৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা করেছেন: বঙ্গবীর

আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিগত ১৬ বছর দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ও বিপ্লব যদি ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় শহীদ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বঙ্গবীর। নির্জন সম্প্রতি কক্সবাজারে ঢাকাতের ছুরকাঘাতে নিহত হন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনার সরকার। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার বলে মন্তব্য করে বঙ্গবীর বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলেছে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’ দেশে মানবিক মূল্যবোধ নিয়ে হতাশা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর পোশাক পরা একজন কর্মকর্তার গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারে, তখন বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই।’ এ থেকে উত্তোরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।