অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩১ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার ও ইউনিট দর সবচেয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার (৩১ আগস্ট) ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকা। আর মঙ্গলবার লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় ৬৭.১০ টাকা। ফলে কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ডিএসইতে দাম তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.০৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৮২ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, রিংশাইনের ৭.২৪ শতাংশ, ফার কেমিক্যালের ৭.০৯ শতাংশ এবং খান ব্রাদার্সের ৬.৮০ শতাংশ দাম বেড়েছে।