ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

মাদাম তুসোয় মোমের রাম চরণ

  • আপডেট সময় : ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণের মোমের মূর্তি লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হয়েছে। সাথে আছে তার কুকুর রাইমও। তবে এখনও মোমের মূর্তিটি প্রকাশ্যে আনা হয়নি। মিউজিয়ামের তরফ থেকে এক ভিডিও প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে রাম চরণ স্টুডিওতে ঢুকছেন রাইমকে সাথে নিয়ে। মিউজিয়াম স্টাফ এবং ওয়াক্স আর্টিস্টরা তাদের মাপ নিচ্ছেন। রাইমের লোমের রঙের পারফেক্ট ম্যাচ খুঁজছেন। রাম চরণকে ভিডিওতে বলতে শোনা যায়, মাদাম তুসোর জাদুঘরের অংশ হয়ে সম্মানিত বোধ করছেন তিনি। রাম চরণ আরও জানান, শিগগির উন্মুক্ত করা হবে মূর্তিটি। মোমের মূর্তির মাধ্যমে ভক্তরা আরও কাছ থেকে পাবেন অভিনেতাকে। রাম চরণের পরবর্তী ছবি ‘গেম চেঞ্জার’-এর জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন ভক্তেরা। অভিনেতার বিপরীতে থাকবেন কিয়ারা আদভানি। গেম চেঞ্জার পরিচালনা করেছেন শঙ্কর। ‘গেম চেঞ্জার’ শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস ও জি স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে। ‘গেম চেঞ্জার’ সিনেমাটি একজন সৎ আইএএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয় এবং চলতি বছরের জুলাইয়ে শেষ হয়। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাদাম তুসোয় মোমের রাম চরণ

আপডেট সময় : ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণের মোমের মূর্তি লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হয়েছে। সাথে আছে তার কুকুর রাইমও। তবে এখনও মোমের মূর্তিটি প্রকাশ্যে আনা হয়নি। মিউজিয়ামের তরফ থেকে এক ভিডিও প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে রাম চরণ স্টুডিওতে ঢুকছেন রাইমকে সাথে নিয়ে। মিউজিয়াম স্টাফ এবং ওয়াক্স আর্টিস্টরা তাদের মাপ নিচ্ছেন। রাইমের লোমের রঙের পারফেক্ট ম্যাচ খুঁজছেন। রাম চরণকে ভিডিওতে বলতে শোনা যায়, মাদাম তুসোর জাদুঘরের অংশ হয়ে সম্মানিত বোধ করছেন তিনি। রাম চরণ আরও জানান, শিগগির উন্মুক্ত করা হবে মূর্তিটি। মোমের মূর্তির মাধ্যমে ভক্তরা আরও কাছ থেকে পাবেন অভিনেতাকে। রাম চরণের পরবর্তী ছবি ‘গেম চেঞ্জার’-এর জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন ভক্তেরা। অভিনেতার বিপরীতে থাকবেন কিয়ারা আদভানি। গেম চেঞ্জার পরিচালনা করেছেন শঙ্কর। ‘গেম চেঞ্জার’ শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস ও জি স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে। ‘গেম চেঞ্জার’ সিনেমাটি একজন সৎ আইএএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয় এবং চলতি বছরের জুলাইয়ে শেষ হয়। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবি।