ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

লঙ্কান দলে ফিরলেন চান্দিমাল-পেরেরা

  • আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা দলে ফিরলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশন শেষ করা আরেক সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকেও রাখা হয়েছে দলে। তবে তিনি হয়তো যথাযথ ম্যাচ ফিটনেসের অভাবে ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না। চলতি বছরের মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন চান্দিমাল। আর সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আসন্ন সিরিজে হয়তো ঘটতে যাচ্ছে তার অপেক্ষার অবসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটিতে দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত দলটিতে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু মাদুশাঙ্কা, মহেশ থিকশানা এবং পুলিনা থারাঙ্গা। সিরিজে শানাকার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ধনঞ্জয় ডি সিলভা। আগামী ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারাতেœ, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা, লাহিরু মাদুশাঙ্কা, পুলিনা থারাঙ্গা এবং মহেশ থিকশানা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

লঙ্কান দলে ফিরলেন চান্দিমাল-পেরেরা

আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা দলে ফিরলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশন শেষ করা আরেক সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকেও রাখা হয়েছে দলে। তবে তিনি হয়তো যথাযথ ম্যাচ ফিটনেসের অভাবে ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না। চলতি বছরের মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন চান্দিমাল। আর সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আসন্ন সিরিজে হয়তো ঘটতে যাচ্ছে তার অপেক্ষার অবসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটিতে দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত দলটিতে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু মাদুশাঙ্কা, মহেশ থিকশানা এবং পুলিনা থারাঙ্গা। সিরিজে শানাকার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ধনঞ্জয় ডি সিলভা। আগামী ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারাতেœ, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা, লাহিরু মাদুশাঙ্কা, পুলিনা থারাঙ্গা এবং মহেশ থিকশানা।