বাণিজ্য ডেস্ক : কর্মসংস্থান ব্যাংকের সিএমএসই কর্মসূচিতে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী অঞ্চলে কাস্টমার অ্যাওয়ারনেস (ঈঁংঃড়সবৎ অধিৎবহবংং চৎড়মৎধস) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) পোস্টাল একাডেমি, রাজশাহীতে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, এসএমইএসপিডি-র পরিচালক নওশাদ মোস্তফা। এছাড়া এসএমইএসপিডি-র যুগ্ম-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী, কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও রাজশাহী বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় প্রধানসহ রাজশাহী অঞ্চলের রাজশাহী, বোয়ালিয়া ও পবা শাখার উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।