প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক, কবি ও প্রাবন্ধিক এমরান কবিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’। এটি তার দশম গ্রন্থ। এর প্রকাশ করেছে ‘অনুপ্রাণন’ পাবলিকেশন।
ওই গ্রন্থটিতে ১০টি গল্প স্থান পেয়েছে। তা হলো বিভাজন অথবা নন্দ নাদের টুপি, হাঁস, ডাবঘর, বিবর্ণ পাতার ভোরে, জুতা, স্বপ্ন অথবা বিপন্ন বিস্ময়, ভ্রম ও বিভ্রম, সন্ধ্যা, ফিরে আসার দিনে এবং বৃষ্টি ও নাকফুলের গল্প। এসব গল্পে সমসাময়িক বিষয় প্রাধান্য পেয়েছে।
লেখক জানান, ‘গুম, সিন্ডিকেট, মিডিয়া নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়গুলো কখনো প্রতীকের মাধ্যমে, কখনো রূপকের মাধ্যমে কখনো সরাসরি উঠে এসেছে গল্পগুলোয়।’
এমরান কবিরের প্রথম গল্পগ্রন্থ ‘নিদ্রাগহণ মহাশূন্যে’ প্রকাশিত হয় ২০১২ সালে ঐতিহ্য প্রকাশনী থেকে। এই গ্রন্থের পাণ্ডুলিপির জন্য তিনি অর্জন করেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১০’।
দৈনিক আজকের প্রত্যাশা/কেএমএএ