ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বড় ধরনের মানবিক সংকটের মুখে আফগানিস্তান: ইউএনএইচসিআর

  • আপডেট সময় : ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান দ্রুতই শেষ হতে চলেছে। এতে তিন কোটি ৯০ লাখ মানুষের জন্য এক মহাসংকট শুরু হতে চলেছে। জাতিসংঘের শরণার্থী বিষক সংস্থা ইউএনএইচসিআর গত সোমবার এ সতর্কবার্তা দিয়ে এই মানুষগুলোর জন্য সাহয্যের আবেদন জানিয়েছে।
ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে মানবিক দায়িত্ব ভাগাভাগি করে নিতে বলেছেন। দেশ দুটি এরই মধ্যে ২২ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে।
ইউএনএইচসিআর গত শুক্রবারেই বলেছিল, এ বছরের শেষ নাগাদ পাঁচ লাখ আফগান দেশ ছাড়তে পারে। গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, “কাবুল বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়া সময়ের ব্যাপার মাত্র। যে বিপর্যস্ত অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে, তা আর এভবে দৃশ্যমান হবে না। “কিন্তু লাখ লাখ আফগান নাগরিককে প্রতিনিয়তই করুণ বাস্তবতার মুখোমুখি হতে হবে। এ পরিস্থিতিতে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। কারণ, আফগানিস্তানে বড় ধরনের এক মানবিক সংকট কেবল শুরু হতে চলেছে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বড় ধরনের মানবিক সংকটের মুখে আফগানিস্তান: ইউএনএইচসিআর

আপডেট সময় : ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান দ্রুতই শেষ হতে চলেছে। এতে তিন কোটি ৯০ লাখ মানুষের জন্য এক মহাসংকট শুরু হতে চলেছে। জাতিসংঘের শরণার্থী বিষক সংস্থা ইউএনএইচসিআর গত সোমবার এ সতর্কবার্তা দিয়ে এই মানুষগুলোর জন্য সাহয্যের আবেদন জানিয়েছে।
ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে মানবিক দায়িত্ব ভাগাভাগি করে নিতে বলেছেন। দেশ দুটি এরই মধ্যে ২২ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে।
ইউএনএইচসিআর গত শুক্রবারেই বলেছিল, এ বছরের শেষ নাগাদ পাঁচ লাখ আফগান দেশ ছাড়তে পারে। গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, “কাবুল বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়া সময়ের ব্যাপার মাত্র। যে বিপর্যস্ত অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে, তা আর এভবে দৃশ্যমান হবে না। “কিন্তু লাখ লাখ আফগান নাগরিককে প্রতিনিয়তই করুণ বাস্তবতার মুখোমুখি হতে হবে। এ পরিস্থিতিতে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। কারণ, আফগানিস্তানে বড় ধরনের এক মানবিক সংকট কেবল শুরু হতে চলেছে।”