ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকায় বসে অনলাইন শপে মিলবে চাঁদপুরের ইলিশ

  • আপডেট সময় : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ইলিশ মাছের চলতি মৌসুমে রাজধানী ঢাকায় বসেই অনলাইনের একাধিক সাইট থেকে সরাসরি কেনা যাবে চাঁদপুরের টাটকা ইলিশ মাছ। ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ প্রচারণার অংশ হিসেবে চাঁদপুর জেলার প্রায় এক হাজার মৎস্যজীবীর কাছ থেকে সংগ্রহ করা মাছ কিনতে পারবেন রাজধানীর ক্রেতারা।

এ লক্ষে এটুআই-এর একশপ এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত শনিবার। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইলিশ মাছ কিনতে পারবেন। এর পাশাপাশি ওই প্রচরণার অংশ হিসেবে বেসরকারি খাতের ই-কমার্স সাইট চালডাল ডটকম, ইভ্যালি, পারমিডা এবং খাস ফুডেও পাওয়া যাবে ইলিশ। মূলত জেলাভিত্তিক ব্র্যান্ডিংয়ের লক্ষ্য নিয়ে এই প্রচারণা শুরু হয়েছে বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে এর আয়োজক কর্তৃপক্ষ। ইলিশ মাছের জন্য চাঁদপুর সুপরিচিত হওয়ায়, প্রচারণার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের জাতীয় মাছটি।
উল্লেখ্য, চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধি, ইলিশ সংরক্ষণ এবং মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন বন্ধের কর্মসূচি পালিত হয় ওই এলাকাগুলোয়। এ ছাড়াও মা ইলিশ মাছ রক্ষায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের গবেষণাও চালাচ্ছে চাঁদপুরের জেলা মৎস্য অধিদপ্তর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় বসে অনলাইন শপে মিলবে চাঁদপুরের ইলিশ

আপডেট সময় : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

প্রযুক্তি ডেস্ক : ইলিশ মাছের চলতি মৌসুমে রাজধানী ঢাকায় বসেই অনলাইনের একাধিক সাইট থেকে সরাসরি কেনা যাবে চাঁদপুরের টাটকা ইলিশ মাছ। ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ প্রচারণার অংশ হিসেবে চাঁদপুর জেলার প্রায় এক হাজার মৎস্যজীবীর কাছ থেকে সংগ্রহ করা মাছ কিনতে পারবেন রাজধানীর ক্রেতারা।

এ লক্ষে এটুআই-এর একশপ এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত শনিবার। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইলিশ মাছ কিনতে পারবেন। এর পাশাপাশি ওই প্রচরণার অংশ হিসেবে বেসরকারি খাতের ই-কমার্স সাইট চালডাল ডটকম, ইভ্যালি, পারমিডা এবং খাস ফুডেও পাওয়া যাবে ইলিশ। মূলত জেলাভিত্তিক ব্র্যান্ডিংয়ের লক্ষ্য নিয়ে এই প্রচারণা শুরু হয়েছে বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে এর আয়োজক কর্তৃপক্ষ। ইলিশ মাছের জন্য চাঁদপুর সুপরিচিত হওয়ায়, প্রচারণার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের জাতীয় মাছটি।
উল্লেখ্য, চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধি, ইলিশ সংরক্ষণ এবং মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে জাটকা নিধন বন্ধের কর্মসূচি পালিত হয় ওই এলাকাগুলোয়। এ ছাড়াও মা ইলিশ মাছ রক্ষায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের গবেষণাও চালাচ্ছে চাঁদপুরের জেলা মৎস্য অধিদপ্তর।