ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বিয়ের জন্য পালিয়ে আসা কিশোরীকে দল বেঁধে ধর্ষণ

  • আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : বিয়ের জন্য কুমিল্লা থেকে পালিয়ে চট্টগ্রাম আসা এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার একটি নির্মাণাধীন ভবনে ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের ভাষ্য। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় আবুল কালাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, নির্যাতনের শিকার কিশোরী ও তার সঙ্গে থাকা কিশোরের বাড়ি কুমিল্লায়। তারা বিয়ে করতে সোমবার কুমিল্লার বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিল বলে জানিয়েছে। ওসি মজিবুর বলেন, রাতে তারা ট্রেনে করে চট্টগ্রাম আসার পর একটি সিএনজি ভাড়া করে। সেটি নিয়ে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করেছিল। তারা জানিয়েছে, পথে কিছু যুবক নিরাপদে আশ্রয় দেওয়ার কথা বলে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। “সেখানে একটি কক্ষে কিশোরীর সাথে থাকা কিশোরকে আটকে রেখে চার যুবক মিলে ধর্ষণ করে। পরে তাদের সাথে আরও এক যুবক এসে যুক্ত হয়।”
ওসি জানান, স্থানীয় কিছু লোক বিষয়টি টের পেয়ে কিশোরীর সাথে থাকা ছেলেটিকে নিয়ে আবুল কালাম নামে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দুইজনকে উদ্ধার করার পাশাপাশি কালামকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরী মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি মজিবুর।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিয়ের জন্য পালিয়ে আসা কিশোরীকে দল বেঁধে ধর্ষণ

আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : বিয়ের জন্য কুমিল্লা থেকে পালিয়ে চট্টগ্রাম আসা এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার একটি নির্মাণাধীন ভবনে ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের ভাষ্য। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় আবুল কালাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, নির্যাতনের শিকার কিশোরী ও তার সঙ্গে থাকা কিশোরের বাড়ি কুমিল্লায়। তারা বিয়ে করতে সোমবার কুমিল্লার বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিল বলে জানিয়েছে। ওসি মজিবুর বলেন, রাতে তারা ট্রেনে করে চট্টগ্রাম আসার পর একটি সিএনজি ভাড়া করে। সেটি নিয়ে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করেছিল। তারা জানিয়েছে, পথে কিছু যুবক নিরাপদে আশ্রয় দেওয়ার কথা বলে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। “সেখানে একটি কক্ষে কিশোরীর সাথে থাকা কিশোরকে আটকে রেখে চার যুবক মিলে ধর্ষণ করে। পরে তাদের সাথে আরও এক যুবক এসে যুক্ত হয়।”
ওসি জানান, স্থানীয় কিছু লোক বিষয়টি টের পেয়ে কিশোরীর সাথে থাকা ছেলেটিকে নিয়ে আবুল কালাম নামে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দুইজনকে উদ্ধার করার পাশাপাশি কালামকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরী মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি মজিবুর।