ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার বুকার প্রাইজের তালিকায় ছয় উপন্যাস

  • আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

বুকার প্রাইজ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকা ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে ছয়টি উপন্যাস। লেখকদের মধ্যে পাঁচজনই নারী। এটি বুকার প্রাইজের ৫৫ বছরের ইতিহাসে অভিনব। ১৯৬৮ সালে প্রবর্তনের পর এ পর্যন্ত ২০ নারী বুকার প্রাইজ জিতেছেন।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি উপন্যাস হলো পার্সিভাল এভারেটের ‘জেমস’, সামান্থা হার্ভের ‘অরবিটাল’, রাচেল কুশনারের ‘ক্রিয়েশন লেক’, শার্লট উডের ‘স্টোন ইয়ার্ড ডেভশনাল’, ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’ ও অ্যান মাইকেলসের ‘হেল্ড’।
এবার দীর্ঘ তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছিল একজন ডাচ ও একজন নেটিভ আমেরিকান লেখকের উপন্যাস। আগামী ১২ নভেম্বর সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংগেটে বুকার প্রাইজ ঘোষণা করা হবে। তা বিবিসি রেডিওর একটি বিশেষ সংস্করণে সম্প্রচার করা হবে। এছাড়া অনুষ্ঠানটি বুকার প্রাইজের ইউটিউব ও ইনস্টাগ্রাম চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
বুকার বিজয়ী ৫০ হাজার পাউন্ড ও আইরিস নামে একটি ট্রফি পাবেন। আর সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকদের প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড ও তাদের বইয়ের একটি বেসপোক বাউন্ড সংস্করণ। এডমন্ড ডি ওয়ালের নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ইয়ুন লি, নিতিন সাহনি, সারা কলিন্স এবং জাস্টিন জর্ডান।
সংক্ষিপ্ত তালিকা বাছাই করার সময় এক বিচারক বলেছেন, ‘আমি এই সত্যটি পছন্দ করি যে একটি বই একটি জীবন্ত জিনিসের মতো হতে পারে।’
উল্লেখ্য, বুকার পুরস্কার ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত যে কোনো জাতীয়তার লেখকদের বড় সাইজের কথাসাহিত্যের জন্য উন্মুক্ত।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার বুকার প্রাইজের তালিকায় ছয় উপন্যাস

আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বুকার প্রাইজ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকা ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে ছয়টি উপন্যাস। লেখকদের মধ্যে পাঁচজনই নারী। এটি বুকার প্রাইজের ৫৫ বছরের ইতিহাসে অভিনব। ১৯৬৮ সালে প্রবর্তনের পর এ পর্যন্ত ২০ নারী বুকার প্রাইজ জিতেছেন।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি উপন্যাস হলো পার্সিভাল এভারেটের ‘জেমস’, সামান্থা হার্ভের ‘অরবিটাল’, রাচেল কুশনারের ‘ক্রিয়েশন লেক’, শার্লট উডের ‘স্টোন ইয়ার্ড ডেভশনাল’, ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’ ও অ্যান মাইকেলসের ‘হেল্ড’।
এবার দীর্ঘ তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছিল একজন ডাচ ও একজন নেটিভ আমেরিকান লেখকের উপন্যাস। আগামী ১২ নভেম্বর সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংগেটে বুকার প্রাইজ ঘোষণা করা হবে। তা বিবিসি রেডিওর একটি বিশেষ সংস্করণে সম্প্রচার করা হবে। এছাড়া অনুষ্ঠানটি বুকার প্রাইজের ইউটিউব ও ইনস্টাগ্রাম চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
বুকার বিজয়ী ৫০ হাজার পাউন্ড ও আইরিস নামে একটি ট্রফি পাবেন। আর সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকদের প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড ও তাদের বইয়ের একটি বেসপোক বাউন্ড সংস্করণ। এডমন্ড ডি ওয়ালের নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ইয়ুন লি, নিতিন সাহনি, সারা কলিন্স এবং জাস্টিন জর্ডান।
সংক্ষিপ্ত তালিকা বাছাই করার সময় এক বিচারক বলেছেন, ‘আমি এই সত্যটি পছন্দ করি যে একটি বই একটি জীবন্ত জিনিসের মতো হতে পারে।’
উল্লেখ্য, বুকার পুরস্কার ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত যে কোনো জাতীয়তার লেখকদের বড় সাইজের কথাসাহিত্যের জন্য উন্মুক্ত।

আজকের প্রত্যাশা/কেএমএএ