ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

  • আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামির কথা মনে আছে নিশ্চই। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআর এর যুগে হরহামেশাই বাজতো তার গান। এরপর তার গানের ধারা স্বাভাবিক গতিতে চলতে থাকলেও ২০১০ এ এসে অস্তিত্ব হারাতে থাকেন সামি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান গানের জগৎ থেকে। যদিও শেষের কয়েক বছর তিনি শুধু সংগীত পরিচালনার কাজই চালিয়ে গেছেন। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। মাঝে তার দৈহিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা। হঠাৎ সামি নিজেকে ধরা দেন স্লিম ফিগার লুকে। তা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল এই শিল্পীর কামব্যাক নিয়ে। শোনা যাচ্ছে, সবকিছু গুছিয়ে আবারও হিন্দি সিনেমার প্লেব্যাকে আসছেন আদনান সামি। দীর্ঘ ৯ বছর পর ফিরছেন তিনি; কাজ করবেন কাসুর এবং ভিকি অউর বিদ্যা কা ওয়ালা নামে দুটি ছবিতে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার অনুরাগীদের উদ্দেশে এমনই আশাবাদ দিলেন আদনান সামি। জানালেন, তার সময়ের দরকার ছিল বিধায় তিনি বিশ্রামে ছিলেন। গায়কের কথায়, ‘কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’ তিনি এদিন আরও জানান, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’ আদনান মশকরা করে জানালেন, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামির কথা মনে আছে নিশ্চই। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআর এর যুগে হরহামেশাই বাজতো তার গান। এরপর তার গানের ধারা স্বাভাবিক গতিতে চলতে থাকলেও ২০১০ এ এসে অস্তিত্ব হারাতে থাকেন সামি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান গানের জগৎ থেকে। যদিও শেষের কয়েক বছর তিনি শুধু সংগীত পরিচালনার কাজই চালিয়ে গেছেন। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। মাঝে তার দৈহিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা। হঠাৎ সামি নিজেকে ধরা দেন স্লিম ফিগার লুকে। তা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল এই শিল্পীর কামব্যাক নিয়ে। শোনা যাচ্ছে, সবকিছু গুছিয়ে আবারও হিন্দি সিনেমার প্লেব্যাকে আসছেন আদনান সামি। দীর্ঘ ৯ বছর পর ফিরছেন তিনি; কাজ করবেন কাসুর এবং ভিকি অউর বিদ্যা কা ওয়ালা নামে দুটি ছবিতে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার অনুরাগীদের উদ্দেশে এমনই আশাবাদ দিলেন আদনান সামি। জানালেন, তার সময়ের দরকার ছিল বিধায় তিনি বিশ্রামে ছিলেন। গায়কের কথায়, ‘কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’ তিনি এদিন আরও জানান, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’ আদনান মশকরা করে জানালেন, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।