ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

শিক্ষকদের আগে টিকা দিতে হবে : ডব্লিউএইচও

  • আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক এবং স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গতকাল সোমবার জাতিসংঘের এ সংস্থাগুলোর এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। এর আগেও অবশ্য এমন পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ২০২০ সালের নভেম্বরে করোনার টিকা আসার আগেই শিক্ষকদের টিকায় অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে আনা হয়। এবারের বিবৃতিতে করোনার ঝুঁকিতে থাকা লোকজনকে টিকা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে
ডব্লিউএইচও ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগে বলেন, করোনা মহামারির ফলে শিক্ষার ওপরে ইতিহাসের সবচেয়ে বড় বাধাটা এসেছে। তাই শিশুদের বিকাশের জন্য স্কুল খোলাটা খুবই জরুরি হয়ে পড়েছে।
এ ছাড়া শারীরিক জটিলতা থাকা শিশুদের টিকা দেওয়ার বিষয়েও জোর দিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। তারা জানায়, করোনার ঝুঁকি মোকাবিলায় ১২ বছরের বেশি এসব শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে। পাশাপাশি করোনা মহামারির মধ্যে ঝুঁকি এড়াতে স্কুলের পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিক্ষকদের আগে টিকা দিতে হবে : ডব্লিউএইচও

আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক এবং স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গতকাল সোমবার জাতিসংঘের এ সংস্থাগুলোর এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। এর আগেও অবশ্য এমন পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ২০২০ সালের নভেম্বরে করোনার টিকা আসার আগেই শিক্ষকদের টিকায় অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে আনা হয়। এবারের বিবৃতিতে করোনার ঝুঁকিতে থাকা লোকজনকে টিকা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে
ডব্লিউএইচও ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগে বলেন, করোনা মহামারির ফলে শিক্ষার ওপরে ইতিহাসের সবচেয়ে বড় বাধাটা এসেছে। তাই শিশুদের বিকাশের জন্য স্কুল খোলাটা খুবই জরুরি হয়ে পড়েছে।
এ ছাড়া শারীরিক জটিলতা থাকা শিশুদের টিকা দেওয়ার বিষয়েও জোর দিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। তারা জানায়, করোনার ঝুঁকি মোকাবিলায় ১২ বছরের বেশি এসব শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে। পাশাপাশি করোনা মহামারির মধ্যে ঝুঁকি এড়াতে স্কুলের পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানানো হয়েছে।