ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এমডি খুঁজছে ডিএসই

  • আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : একাধিকবার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোঁজার পর যোগ্য লোকের সন্ধান পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফের এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই। গতকাল সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ডিএসইর এমডি পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে ডিএসইর মানবসম্পদ বিভাগীয় প্রধান বরাবর আবেদন পাঠাতে হবে। ডিএসইর এমডি পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে ৩টি শর্ত রয়েছে। শর্তগুলোর যেকোনো একটি অবশ্যই প্রার্থীকে পরিপালন করতে হবে। প্রথম শর্ত হলো- ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনে ব্যাচেলর ডিগ্রিসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। দ্বিতীয়টি হলো, সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবী সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা। তৃতীয়টি হলো, পুঁজিবাজার নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যতিক্রম প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য হবে। এছাড়া আবেদনকারীকে মূল্যায়ন করার সময় ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে একাধিকবার এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই। কিন্তু যোগ্য প্রার্থী না পাওয়ায় ফের এমডি খোঁজার প্রক্রিয়া শুরু করলো সংস্থাটি। গত বছর ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগ পত্র জমা দেন। পরবর্তীতে গত জানুয়ারি মাসে তিনি বিদায় নেন। এরপর থেকে ডিএসই ভারপ্রাপ্ত এমডি দিয়েই চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এমডি খুঁজছে ডিএসই

আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : একাধিকবার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোঁজার পর যোগ্য লোকের সন্ধান পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফের এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই। গতকাল সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ডিএসইর এমডি পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে ডিএসইর মানবসম্পদ বিভাগীয় প্রধান বরাবর আবেদন পাঠাতে হবে। ডিএসইর এমডি পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে ৩টি শর্ত রয়েছে। শর্তগুলোর যেকোনো একটি অবশ্যই প্রার্থীকে পরিপালন করতে হবে। প্রথম শর্ত হলো- ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনে ব্যাচেলর ডিগ্রিসহ ১০ বছরের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। দ্বিতীয়টি হলো, সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাজীবী সনদসহ ১০ বছরের অভিজ্ঞতা। তৃতীয়টি হলো, পুঁজিবাজার নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যতিক্রম প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য হবে। এছাড়া আবেদনকারীকে মূল্যায়ন করার সময় ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে একাধিকবার এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই। কিন্তু যোগ্য প্রার্থী না পাওয়ায় ফের এমডি খোঁজার প্রক্রিয়া শুরু করলো সংস্থাটি। গত বছর ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগ পত্র জমা দেন। পরবর্তীতে গত জানুয়ারি মাসে তিনি বিদায় নেন। এরপর থেকে ডিএসই ভারপ্রাপ্ত এমডি দিয়েই চলছে।