স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা স্বাস্থ্য সুরক্ষা আইনের চুড়ান্ত খসড়া আগামী রোববার মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ। খসড়াটি অনেক দিন আগে চূড়ান্ত হলেও তা আমলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতার অভাবে আটকে ছিল বলে জানান তিনি। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আকমল হোসেন বলেন, “১২ বছর যে আইনটা নিয়ে গবেষণা হয়েছে, স্টেকহোল্ডারস মিটিং হয়েছে। চা নাস্তায় টাকা খরচ হয়েছে। সেটা ১২ দিনে পারি নাই, ২৪ দিনের মধ্যে কেবিনেটে যাবে। “২০১২ সালের স্বাস্থ্য সুরক্ষা আইনটা ২০২৪ পর্যন্ত গবেষণা আকারে আছে। আমি ২১ দিন আগে এসে দেখেছি এটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অভাবে যায়নি। আমি প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, আমরা দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেব। রোববারের মধ্যে খসড়াটা মন্ত্রিপরিষদ বিভাগে যাবে।” গত জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৭০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে সংবাদ সম্মেলনে জানান আকমল হোসেন। “এ সময় ১৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে আমরা কাজ করছি। এক বা দুটি চোখ হারিয়েছেন, আংশিক বা পরিপূর্ণভাবে এদের সংখ্যা কয়েকশ। আমাদের চক্ষু ইনস্টিটিউটে এদের চিকিৎসা দেওয়া সম্ভব না।”