নিজস্ব প্রতিবেদক : াজধানীর দারুস সালামে জাররাফ আহমেদ প্রীতম নামে ৩১ বছর বয়সী যুবককে হত্যার ঘটনায় মো. রাসেল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার রাসেল দারুস সালাম থানার ‘ডেঞ্জার দারুস’ ছিনতাইকারী গ্রুপের দলনেতা বলে দাবি র্যাবের।
গত মঙ্গলবার দিবাগত রাতে ডিএমপি ঢাকার শাহ আলী থানার গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাতে তিনি জানান, ভুক্তভোগী জাররাফ তার নিজ এলাকা নজিপুর থেকে গত ২৬ আগস্ট রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। ২৭ আগস্ট ভোরে রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম রোড মিরপুর টাওয়ারের দক্ষিণ পার্শ্বে টয় পার্ক দোকানের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় জাররাফ আহমেদ প্রীতমকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওই ঘটনায় নিহত জাররাফ আহমেদ প্রীতমের চাচাতো বোন দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।