ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থীদের সেসনজট থেকে বাঁচাতে অটোপাসই সমাধান

  • আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

ওমর আলী: এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বাদ বাকি সব পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ছাত্রদের দাবি মোতাবেক অটো পাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অক্টোরের প্রথম দিকে ফল ঘোষণা করা হতে পারে। ছাত্রদের আন্দোলনের ফলে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
অটো পাসের পক্ষে বিপক্ষে নাগরিকদের অনেকে সোচ্চার। অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও বাস্তবতাকে উপলব্ধি না করে অটো পাসের বিপক্ষে মত দিচ্ছেন। ছাত্রদের দাবি উপেক্ষা করে পণ্ডিতদের পরামর্শ মোতাবেক যদি বাকি পরীক্ষা নেওয়া হয়, তবে কখন হবে সেই পরীক্ষা? এরইমধ্যে শুরু হয়েছে আকষ্মিক বন্যা। যদি এক মাসের মধ্যে বন্যা শেষ হয়, তাহলে পূর্বে ঘোষিত অক্টোবরের শুরুতে পরীক্ষা নিতে পারবে? একদম সম্ভব নয়।
বন্যার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের অনেক কলেজ ডুবে গিয়ে ফার্নিচারসহ অবকাঠামো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো মেরামত করতে বা নতুন ফার্নিচার কিনতে টেন্ডার এবং সরবরাহ অন্তত দুই মাস সময় তো লাগবেই। স্কুল গুলোতে নিম্ন মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিক ২০২৫ এর প্রাক নির্বাচনী পরীক্ষা ও ফরম ফিলআপ আছে। বন্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে, এই মুহুর্তে বলা মুশকিল। রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবেনা, এই নিশ্চয়তা কে দেবে? ধরে নিলাম ডিসেম্বর-জানুয়ারী দুই মাসে বাকি সব পরীক্ষা নির্বিঘ্নে হলো। এপ্রিল-মে মাসে ফল বের হবে। এদের এইচএসসির শিক্ষাজীবন শেষ করতে নির্ধারিত দুই বছরের চেয়ে আরও এক বছর বেশি খরচ হবার দায় কে নেবে? ওদের সার্টিফিকেটের বয়স এক বছর বেড়ে যাবেনা? ওদের তো এতদিনে এইচএসসির ফল বেরিয়ে এই সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার কথা।
উপজেলা পরিষদের নির্বাচনের কারণে এইচএসসি পরীক্ষা শুরুই হয়েছে অনেক বিলম্বে। তারপর পরীক্ষা শুরুর পর মাঝপথে কোটা আন্দোলন শুরুর জন্য পরীক্ষা স্থগিত করার দায় কেবল এই কোমলমতি ছাত্রদের? তাছাড়া ২০২৪ এর এইচএসসির বাকি পরীক্ষা এবং ফল প্রকাশ করতেই যদি মার্চ মাস চলে আসে তাহলে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষা কবে শুরু হবে? ২০২৪ এর পরীক্ষার্থীদের মধ্যে যারা ফেল করবে বা নম্বর পুনর্মূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পুনরায় খাতা দেখতে তো ফল প্রকাশের পর আরও এক মাস সময় লাগবে। ২০২৪ এর ফেল করা ছাত্রদের ২০২৫ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে ফের ফরম ফিলআপ করতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য নূন্যতম তিন মাস সময় হাতে রাখতে হবে। তাহলে কি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও আগামী বছর অক্টোবর মাসে হবে? তার আগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কখন হবে, সেটাও ভাবতে হবে। সময়ের কঠিন বাস্তবতা ও সেশনজটের কারণেই অটোপাসের সিদ্ধান্ত নেওয়া ছাড়া শিক্ষা বোর্ডের পক্ষে আর কোনও যৌক্তিক পথ খোলা নেই। তাই অযথা বিতর্ক না করে অটোপাসের সিদ্ধান্ত মেনে নিন এবং প্রজন্মকে রক্ষা করুন।
লেখক: গবেষক, কলামিস্ট

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এইচএসসি পরীক্ষার্থীদের সেসনজট থেকে বাঁচাতে অটোপাসই সমাধান

আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

ওমর আলী: এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বাদ বাকি সব পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ছাত্রদের দাবি মোতাবেক অটো পাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অক্টোরের প্রথম দিকে ফল ঘোষণা করা হতে পারে। ছাত্রদের আন্দোলনের ফলে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
অটো পাসের পক্ষে বিপক্ষে নাগরিকদের অনেকে সোচ্চার। অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও বাস্তবতাকে উপলব্ধি না করে অটো পাসের বিপক্ষে মত দিচ্ছেন। ছাত্রদের দাবি উপেক্ষা করে পণ্ডিতদের পরামর্শ মোতাবেক যদি বাকি পরীক্ষা নেওয়া হয়, তবে কখন হবে সেই পরীক্ষা? এরইমধ্যে শুরু হয়েছে আকষ্মিক বন্যা। যদি এক মাসের মধ্যে বন্যা শেষ হয়, তাহলে পূর্বে ঘোষিত অক্টোবরের শুরুতে পরীক্ষা নিতে পারবে? একদম সম্ভব নয়।
বন্যার কারণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের অনেক কলেজ ডুবে গিয়ে ফার্নিচারসহ অবকাঠামো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো মেরামত করতে বা নতুন ফার্নিচার কিনতে টেন্ডার এবং সরবরাহ অন্তত দুই মাস সময় তো লাগবেই। স্কুল গুলোতে নিম্ন মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিক ২০২৫ এর প্রাক নির্বাচনী পরীক্ষা ও ফরম ফিলআপ আছে। বন্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে, এই মুহুর্তে বলা মুশকিল। রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবেনা, এই নিশ্চয়তা কে দেবে? ধরে নিলাম ডিসেম্বর-জানুয়ারী দুই মাসে বাকি সব পরীক্ষা নির্বিঘ্নে হলো। এপ্রিল-মে মাসে ফল বের হবে। এদের এইচএসসির শিক্ষাজীবন শেষ করতে নির্ধারিত দুই বছরের চেয়ে আরও এক বছর বেশি খরচ হবার দায় কে নেবে? ওদের সার্টিফিকেটের বয়স এক বছর বেড়ে যাবেনা? ওদের তো এতদিনে এইচএসসির ফল বেরিয়ে এই সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার কথা।
উপজেলা পরিষদের নির্বাচনের কারণে এইচএসসি পরীক্ষা শুরুই হয়েছে অনেক বিলম্বে। তারপর পরীক্ষা শুরুর পর মাঝপথে কোটা আন্দোলন শুরুর জন্য পরীক্ষা স্থগিত করার দায় কেবল এই কোমলমতি ছাত্রদের? তাছাড়া ২০২৪ এর এইচএসসির বাকি পরীক্ষা এবং ফল প্রকাশ করতেই যদি মার্চ মাস চলে আসে তাহলে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষা কবে শুরু হবে? ২০২৪ এর পরীক্ষার্থীদের মধ্যে যারা ফেল করবে বা নম্বর পুনর্মূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পুনরায় খাতা দেখতে তো ফল প্রকাশের পর আরও এক মাস সময় লাগবে। ২০২৪ এর ফেল করা ছাত্রদের ২০২৫ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে ফের ফরম ফিলআপ করতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য নূন্যতম তিন মাস সময় হাতে রাখতে হবে। তাহলে কি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও আগামী বছর অক্টোবর মাসে হবে? তার আগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কখন হবে, সেটাও ভাবতে হবে। সময়ের কঠিন বাস্তবতা ও সেশনজটের কারণেই অটোপাসের সিদ্ধান্ত নেওয়া ছাড়া শিক্ষা বোর্ডের পক্ষে আর কোনও যৌক্তিক পথ খোলা নেই। তাই অযথা বিতর্ক না করে অটোপাসের সিদ্ধান্ত মেনে নিন এবং প্রজন্মকে রক্ষা করুন।
লেখক: গবেষক, কলামিস্ট