কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নিচে এ ঘটনা ঘটে। সিয়াম ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সিয়াম ও জাহিন নদের পাড়ে ফুটবল খেলতে যায়। একপর্যায় বল নদে পড়ে যায়। সে বল তুলতে গিয়ে দুজনে নদে তলিয়ে যায়। অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামের খোঁজ পাওয়া যায়নি। পরে ডুবুরিরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।