ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কারখানায় হামলা-ভাঙচুর ঘটনায় আশুলিয়ায় আটক ১৪

  • আপডেট সময় : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ও রাতের বিভিন্ন সময়ে আশুলিয়া শিল্পাঞ্চল এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্েয দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)। আটকদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে ওসি মাসুদুরের ভাষ্য। ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, “শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। “এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।” ওসি মাসুদর বলেছেন, “ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।”

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কারখানায় হামলা-ভাঙচুর ঘটনায় আশুলিয়ায় আটক ১৪

আপডেট সময় : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ও রাতের বিভিন্ন সময়ে আশুলিয়া শিল্পাঞ্চল এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্েয দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)। আটকদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে ওসি মাসুদুরের ভাষ্য। ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, “শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। “এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।” ওসি মাসুদর বলেছেন, “ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।”

আজকের প্রত্যাশা/কেএমএএ