ময়মনসিংহ সংবাদদাতা :ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার অন্তত ৬৫ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার এল এসকোয়্যার লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন বা কী কারণে হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়েছেন। বতর্মানে তাদের চিকিৎসা চলছে।
জনপ্রিয় সংবাদ