ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমি তো একদিনে ভাবমূর্তি বাড়াতে পারব না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য সময় চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার সচিবালয়ে উপদেষ্টাদের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “পুলিশের ইমেজ আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে। “আমি তো একদিনে এটা কিছু পারব না। সময় দিতে হবে। আস্তে-আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি।”
গত ৫ আগস্ট সরকার পতনের দিন থেকে পুলিশ কার্যত উধাও হয়ে গেছে। সেদিন দেশের বেশিরভাগ থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট, গাড়ি ও থানা জ্বালিয়ে দেওয়ায় অভিযানে যাওয়ার সক্ষমতা কমেছে বাহিনীর। বেশ কয়েকদিন অনুপস্থিত থাকার পর থানায় ফিরলেও নিরাপত্তাহীনতার কারণে তাদেরকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলনে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন থেকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
২১ দিনের এই সংঘাতে পুলিশের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, প্রাণঘাতি বুলেটের অতি ব্যবহারের অভিযোগ এসেছে। কয়েকশ মানুষের মৃত্যুতেও বাহিনীর সদস্যদেরকে দায়ী করা হচ্ছে। এ কারণেই সরকার পতনের পর রোষের শিকার হয় বাহিনীটি। গত ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার শপথ নেওয়ার পর পুলিশেও পরিবর্তনের হাওয়া বইছে। আওয়ামী লীগ আমলের শীর্ষ কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছেন পদচ্যুত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হত্যা মামলার আসামি হয়েছেন মাঠ পর্যায় থেকে শুরু করা শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা। আওয়ামী লীগ শাসনামলে আলোচিত বেশ কয়েকজন পুলিশ আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে গুঞ্জন আছে।
ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে ‘পদোন্নতি বঞ্চিত’ অনেক পুলিশ কর্মকর্তাকে একাধিক পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে, তবে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাতেই পুলিশকে প্রকাশ্যে দেখা যাচ্ছে কমই। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে তার দপ্তরে বৈঠকে বসেন গাজীপুর ও সাভারে শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ নিয়ে। সেই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশ নেন।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমি তো একদিনে ভাবমূর্তি বাড়াতে পারব না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য সময় চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার সচিবালয়ে উপদেষ্টাদের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “পুলিশের ইমেজ আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে। “আমি তো একদিনে এটা কিছু পারব না। সময় দিতে হবে। আস্তে-আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি।”
গত ৫ আগস্ট সরকার পতনের দিন থেকে পুলিশ কার্যত উধাও হয়ে গেছে। সেদিন দেশের বেশিরভাগ থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট, গাড়ি ও থানা জ্বালিয়ে দেওয়ায় অভিযানে যাওয়ার সক্ষমতা কমেছে বাহিনীর। বেশ কয়েকদিন অনুপস্থিত থাকার পর থানায় ফিরলেও নিরাপত্তাহীনতার কারণে তাদেরকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলনে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন থেকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
২১ দিনের এই সংঘাতে পুলিশের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, প্রাণঘাতি বুলেটের অতি ব্যবহারের অভিযোগ এসেছে। কয়েকশ মানুষের মৃত্যুতেও বাহিনীর সদস্যদেরকে দায়ী করা হচ্ছে। এ কারণেই সরকার পতনের পর রোষের শিকার হয় বাহিনীটি। গত ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার শপথ নেওয়ার পর পুলিশেও পরিবর্তনের হাওয়া বইছে। আওয়ামী লীগ আমলের শীর্ষ কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছেন পদচ্যুত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হত্যা মামলার আসামি হয়েছেন মাঠ পর্যায় থেকে শুরু করা শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা। আওয়ামী লীগ শাসনামলে আলোচিত বেশ কয়েকজন পুলিশ আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে গুঞ্জন আছে।
ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে ‘পদোন্নতি বঞ্চিত’ অনেক পুলিশ কর্মকর্তাকে একাধিক পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে, তবে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাতেই পুলিশকে প্রকাশ্যে দেখা যাচ্ছে কমই। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে তার দপ্তরে বৈঠকে বসেন গাজীপুর ও সাভারে শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ নিয়ে। সেই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশ নেন।