ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সে করোনা নিয়মের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবল প্যারিসে ১৪ হাজার ৫০০ মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময় ১৬ জনকে আটক করা হয়। সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।
প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, ‘টিকা কোনো সমাধান নয়।’ বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছেন। ১১ বছরের এক শিশু বলেছে, ‘আমরা ল্যাবরেটরির ইঁদুর নই।’
শিশুটির পিতা বলছে, ‘আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোনো যৌক্তিকতা নেই।’ তিনি টিকা নেয়ার জন্য পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন।
গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাস চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাস দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে। সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাস চালু করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফ্রান্সে করোনা নিয়মের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবল প্যারিসে ১৪ হাজার ৫০০ মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময় ১৬ জনকে আটক করা হয়। সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।
প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, ‘টিকা কোনো সমাধান নয়।’ বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছেন। ১১ বছরের এক শিশু বলেছে, ‘আমরা ল্যাবরেটরির ইঁদুর নই।’
শিশুটির পিতা বলছে, ‘আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোনো যৌক্তিকতা নেই।’ তিনি টিকা নেয়ার জন্য পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন।
গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাস চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাস দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে। সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাস চালু করা হয়েছে।