ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

সংকটে থাকা আফগান শিশুদের সুরক্ষায় জরুরি আহ্বান

  • আপডেট সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের চলমান সংকটে শিশুদের সুরক্ষায় সহায়তা চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সম্মিলিত সহযোগিতার ওপরই আফগান শিশুদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। সেভ দ্য চিলড্রেন বলছে, আফগানিস্তানের বর্তমান সংকটে হাজার হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের বাড়ি-ঘর এবং প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গেছেন। অনেকেই তাদের সন্তানদের উন্নত ও নিরাপদ জীবন গড়ার প্রত্যাশা করেন। এই পরিস্থিতিতে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জান্তি সোরিপ্ত বলেন, আমেরিকাতে আশ্রয় নেওয়া আফগান শিশু ও তাদের পরিবারকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে সেভ দ্য চিলড্রেন প্রতিশ্রুতিবদ্ধ। তাদের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে কাজ করে যাবে সংগঠনটি’।
আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে অবতরণের সঙ্গে সঙ্গেই দাতব্য সংস্থাটি তাদের সহযোগিতা শুরু করছে। এজন্য সবার কাছ থেকে আর্থিক সহাযোগিতা চেয়ে আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন ১৯৭৬ সাল থেকে আফগান সম্প্রদায়ে সহযোগিতার কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি আফগান শিশুদের সাহায্যে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র অথবা বিশ্বের যেকোনও প্রান্তে সহিসংতা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা শিশুদের জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সংকটে থাকা আফগান শিশুদের সুরক্ষায় জরুরি আহ্বান

আপডেট সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : আফগানিস্তানের চলমান সংকটে শিশুদের সুরক্ষায় সহায়তা চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সম্মিলিত সহযোগিতার ওপরই আফগান শিশুদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। সেভ দ্য চিলড্রেন বলছে, আফগানিস্তানের বর্তমান সংকটে হাজার হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের বাড়ি-ঘর এবং প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গেছেন। অনেকেই তাদের সন্তানদের উন্নত ও নিরাপদ জীবন গড়ার প্রত্যাশা করেন। এই পরিস্থিতিতে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জান্তি সোরিপ্ত বলেন, আমেরিকাতে আশ্রয় নেওয়া আফগান শিশু ও তাদের পরিবারকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে সেভ দ্য চিলড্রেন প্রতিশ্রুতিবদ্ধ। তাদের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে কাজ করে যাবে সংগঠনটি’।
আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে অবতরণের সঙ্গে সঙ্গেই দাতব্য সংস্থাটি তাদের সহযোগিতা শুরু করছে। এজন্য সবার কাছ থেকে আর্থিক সহাযোগিতা চেয়ে আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন ১৯৭৬ সাল থেকে আফগান সম্প্রদায়ে সহযোগিতার কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি আফগান শিশুদের সাহায্যে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র অথবা বিশ্বের যেকোনও প্রান্তে সহিসংতা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা শিশুদের জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।