ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসছে ওয়ানপ্লাস-১৩ স্মার্টফোন

  • আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : শিগগিরই বাজারে আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন। এর মডেল ওয়ানপ্লাস-১৩। এটি একটি অভিনব ফিচারের দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। শুরুতে এই ফোন চীনের বাজারে আসবে। এরপর অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে ওয়ানপ্লাস-১৩।
গ্রাহকের প্রত্যাশার অনেক আগেই লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী দু’এক মাসের মধ্যে এই ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে পারে কোম্পানি।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুতে লঞ্চ হবে ওয়ানপ্লাস-১৩। স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ৪, যা অক্টোবরে হাওয়াইতে অনুষ্ঠিত হতে চলা স্ন্যাপড্রাগন সামিটে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত লঞ্চের বিষয়ে কোম্পানি কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, লঞ্চের তারিখ হতে পারে ১১ নভেম্বর। এই দিন চীনের বাজারে ফোনটি আনার পরিকল্পনা করেছে কোম্পানি। তারপর ধীরে ধীরে বাংলাদেশসহ অন্যান্য বাজারেও পা রাখবে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন।
স্মার্টফোনের ফিচার নিয়ে জল্পনা কল্পনা চলছে। ক্যামেরার জন্য নতুন ডিজাইন করা হয়েছে। এই ফোনে পেরিস্কোপ ফিচারসহ দুর্দান্ত কনফিগারেশন থাকবে। এই ফোনে টুকে ডিসপ্লে দিতে পারে ওয়ানপ্লাস। নিরাপত্তার জন্য আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ফিচার আনা হতে পারে।
সম্ভবত ওয়ানপ্লাস-১৩ হতে পারে কোম্পানির প্রথম ৬০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন, যেটাতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হবে। সম্প্রতি কোম্পানি এমনটাই ঘোষণা করেছে। পাশাপাশি সর্বাধুনিক হার্ডওয়্যার প্যাক তো থাকছেই। ধুলা এবং পানি প্রতিরোধে আইপি৬৯ রেটিংসহ প্রথম ফোনের তকমাও থাকবে ওয়ানপ্লাস-১৩ মডেলে। এই ফোনে যেমন দুর্দান্ত ফিচার থাকবে তেমনি দামও হবে চড়া। তবে দাম নিয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এজন্য খানিকটা সময় অপেক্ষা করতে হবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাজারে আসছে ওয়ানপ্লাস-১৩ স্মার্টফোন

আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

প্রযুক্তি ডেস্ক : শিগগিরই বাজারে আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন। এর মডেল ওয়ানপ্লাস-১৩। এটি একটি অভিনব ফিচারের দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। শুরুতে এই ফোন চীনের বাজারে আসবে। এরপর অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে ওয়ানপ্লাস-১৩।
গ্রাহকের প্রত্যাশার অনেক আগেই লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী দু’এক মাসের মধ্যে এই ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে পারে কোম্পানি।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুতে লঞ্চ হবে ওয়ানপ্লাস-১৩। স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ৪, যা অক্টোবরে হাওয়াইতে অনুষ্ঠিত হতে চলা স্ন্যাপড্রাগন সামিটে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত লঞ্চের বিষয়ে কোম্পানি কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, লঞ্চের তারিখ হতে পারে ১১ নভেম্বর। এই দিন চীনের বাজারে ফোনটি আনার পরিকল্পনা করেছে কোম্পানি। তারপর ধীরে ধীরে বাংলাদেশসহ অন্যান্য বাজারেও পা রাখবে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন।
স্মার্টফোনের ফিচার নিয়ে জল্পনা কল্পনা চলছে। ক্যামেরার জন্য নতুন ডিজাইন করা হয়েছে। এই ফোনে পেরিস্কোপ ফিচারসহ দুর্দান্ত কনফিগারেশন থাকবে। এই ফোনে টুকে ডিসপ্লে দিতে পারে ওয়ানপ্লাস। নিরাপত্তার জন্য আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ফিচার আনা হতে পারে।
সম্ভবত ওয়ানপ্লাস-১৩ হতে পারে কোম্পানির প্রথম ৬০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন, যেটাতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হবে। সম্প্রতি কোম্পানি এমনটাই ঘোষণা করেছে। পাশাপাশি সর্বাধুনিক হার্ডওয়্যার প্যাক তো থাকছেই। ধুলা এবং পানি প্রতিরোধে আইপি৬৯ রেটিংসহ প্রথম ফোনের তকমাও থাকবে ওয়ানপ্লাস-১৩ মডেলে। এই ফোনে যেমন দুর্দান্ত ফিচার থাকবে তেমনি দামও হবে চড়া। তবে দাম নিয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এজন্য খানিকটা সময় অপেক্ষা করতে হবে।