ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তা থেকে পিয়ন সবাইকে

  • আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ট্যাক্স দেন এতদিন শুধু তারাই সম্পদের হিসাব দিতেন। তবে এবার শুধু তারা নন, শীর্ষ পর্যায় থেকে শুরু করে অফিসের পিয়ন-ঝাড়ুদার পর্যন্ত সবাইকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোখলেস উর রহমান বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নন, তাদের স্ত্রী-সন্তানদের নামেও যেসব সম্পদ আছে সেটির বিবরণী জমা দিতে হবে। বাংলাদেশে মোট ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, প্রত্যেককেই এই হিসাব দিতে হবে। তিনি বলেন, হিসাব জমা দেওয়ার ফরম সহজ করার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। জনপ্রশাসন সচিব বলেন, আগে শুধু যারা ট্যাক্স দিতেন তাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হতো। তবে এখন অনেক পিয়ন, ড্রাইভার, ঝাড়ুদারও শত শত কোটি টাকার মালিক। তাদের নামেও অনেক সম্পত্তি। সে জন্য তাদেরও এর আয়তায় আনা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকেই সম্পদের হিসাব দিতে হবে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের স্বচ্ছতা আনতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এই হিসাব না দিলে কী হবে সেটিও শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তা থেকে পিয়ন সবাইকে

আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ট্যাক্স দেন এতদিন শুধু তারাই সম্পদের হিসাব দিতেন। তবে এবার শুধু তারা নন, শীর্ষ পর্যায় থেকে শুরু করে অফিসের পিয়ন-ঝাড়ুদার পর্যন্ত সবাইকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোখলেস উর রহমান বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নন, তাদের স্ত্রী-সন্তানদের নামেও যেসব সম্পদ আছে সেটির বিবরণী জমা দিতে হবে। বাংলাদেশে মোট ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, প্রত্যেককেই এই হিসাব দিতে হবে। তিনি বলেন, হিসাব জমা দেওয়ার ফরম সহজ করার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। জনপ্রশাসন সচিব বলেন, আগে শুধু যারা ট্যাক্স দিতেন তাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হতো। তবে এখন অনেক পিয়ন, ড্রাইভার, ঝাড়ুদারও শত শত কোটি টাকার মালিক। তাদের নামেও অনেক সম্পত্তি। সে জন্য তাদেরও এর আয়তায় আনা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকেই সম্পদের হিসাব দিতে হবে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের স্বচ্ছতা আনতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এই হিসাব না দিলে কী হবে সেটিও শিগগিরই জানিয়ে দেওয়া হবে।