ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

  • আপডেট সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তোলার অভিযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপির সব ধরনের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
একইসঙ্গে স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে শিমুলিয়া ঘাট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থ বছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন। পাশাপাশি ৮ লাখ টাকায় দুটি ট্রলার ঘাট ও ১০ লাখ টাকায় মাছ ঘাটেরও ইজারা নেন তিনি। ইজারাদার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কাউসার তালুকদার এবং আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা দখলে নেন। তারা ১৬ আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে টাকা তুলতে শুরু করেন। পরদিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মেহেদি হাসানকে মারধর করে ঘাট থেকে বের করে দেন। পরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হন ইজারাদার। পরে গত ২০ আগস্ট থেকে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি গং শিমুলিয়া ঘাট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলে নিজেদের কাছে রাখছেন বলে অভিযোগ ওঠে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তোলার অভিযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপির সব ধরনের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
একইসঙ্গে স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে শিমুলিয়া ঘাট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থ বছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন। পাশাপাশি ৮ লাখ টাকায় দুটি ট্রলার ঘাট ও ১০ লাখ টাকায় মাছ ঘাটেরও ইজারা নেন তিনি। ইজারাদার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কাউসার তালুকদার এবং আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা দখলে নেন। তারা ১৬ আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে টাকা তুলতে শুরু করেন। পরদিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মেহেদি হাসানকে মারধর করে ঘাট থেকে বের করে দেন। পরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হন ইজারাদার। পরে গত ২০ আগস্ট থেকে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি গং শিমুলিয়া ঘাট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলে নিজেদের কাছে রাখছেন বলে অভিযোগ ওঠে।