ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চি হোটেলে ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই-এর যৌথ আয়োজনে সাংবাদিকদের কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ, যে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ- স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোন সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে ছিঁড়ে ফেলে (হেয় করে), অপদস্ত করে; কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে এই আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে। কেউ এ মামলায় গ্রেফতার হলে বিবেচনায় নিয়ে তাকে দ্রুত জামিন দেওয়া হচ্ছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টে শুনানির বিষয়ে আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানির জন্য ১৫ সেপ্টেম্বরের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে বলেছি। যেন হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষ হলেই এ বিষয়ে শুনানি শুরু হয়।
ল’ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এমআডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, ফোরামের সভাপতি মাশহুদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চি হোটেলে ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই-এর যৌথ আয়োজনে সাংবাদিকদের কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ, যে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ- স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোন সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে ছিঁড়ে ফেলে (হেয় করে), অপদস্ত করে; কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে এই আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে। কেউ এ মামলায় গ্রেফতার হলে বিবেচনায় নিয়ে তাকে দ্রুত জামিন দেওয়া হচ্ছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টে শুনানির বিষয়ে আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানির জন্য ১৫ সেপ্টেম্বরের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে বলেছি। যেন হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষ হলেই এ বিষয়ে শুনানি শুরু হয়।
ল’ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এমআডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, ফোরামের সভাপতি মাশহুদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।