ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ঘরে সুগন্ধ তৈরি করার দারুণ সব পদ্ধতি

  • আপডেট সময় : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : বাড়ি-ঘর যতই পরিষ্কার করা হোক না কেনো, দুর্গন্ধ হতেই পারে। বৃষ্টির সময় ভেজা আবহাওয়া, ফ্রিজের ভেতর বাজে বা বাসী দুর্গন্ধ হওয়ার নানান কারণ থাকতে পারে। তবে সাধারণ কিছু উপায় জানা থাকলে ঘরে টাটকা সুগন্ধের ব্যবস্থা করা যায়। রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল বিস্তারিত।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফির গুঁড়া: বেইকিং সোডা ছাড়াও কফির গুঁড়া ব্যবহার করে ফ্রিজের ভেতরে হওয়া বাজে গন্ধ দূর করা যায়। একটি বাটিতে খানিকটা কফির গুঁড়া নিয়ে ফ্রিজারের ভেতর রেখে দিলে দুর্গন্ধ দূর হয়ে যাবে। কারণ দুর্গন্ধ দূর করার মতো উপাদান রয়েছে রয়েছে কফিতে।
গোসলে ইউক্যালিপটাসের গন্ধ: গোসলখানায় ‘স্পা পার্লার’য়ের মতো সুগন্ধ ছড়াতে চাইলে ব্যবহার করা যায় ইউক্যালিপটাস গাছের পাতা। ডাটাসহ এই গাছের পাতা একটি রাবার ব্যান্ডের সাথে বেঁধে শাওয়ারের মাথায় ঝুলিয়ে দিতে হবে। যখন পানি ছাড়া হবে তখন পাতার সুগন্ধ প্রবাহিত হবে। এভাবে অনন্ত দুতিন সপ্তাহ ব্যবহার করা যাবে।
ডাস্টবিন’রে দুর্গন্ধ দূর করতে: ময়লাফেলার বালতি বা ডাস্টবিন’য়ে বাজে গন্ধ হবেই। আর সেটা ছড়িয়ে পড়তে পারে পুরো বাসায়। এই সমস্যা এড়াতে একটি তুলির বলে যে কোনো ধরনের এসেনশল তেল কয়েক ফোঁটা মাখিয়ে পলিথিন দেওয়ার আগে ডাস্টবিনে ফেলে রাখতে হবে। এতে ময়লা আবর্জনার বাজে গন্ধ ঢাকা পড়বে।
ঘরময় ভ্যানিলার সুবাস ছড়াতে: যেটা ব্যবহার করে রান্নায় সুগন্ধ আনা যায়, সেটা দিয়ে ঘরের বাজে গন্ধও দূর করা যায়। প্রথমে ওভেন প্রিহিট করে নিতে হবে। তারপর কয়েক টেবিল-চামচ পরিমাণ ‘ভ্যানিলা এসেন্স’ ওভেনে ব্যবহার করা যায় এমন বাটিতে নিয়ে ওভেনের ভেতর রেখে দিলে কিছুক্ষণের মধ্যে পুরো বাসা বেকারির মতো সুগন্ধে মৌ মৌ করবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঘরে সুগন্ধ তৈরি করার দারুণ সব পদ্ধতি

আপডেট সময় : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

লাইফস্টাইল ডেস্ক : বাড়ি-ঘর যতই পরিষ্কার করা হোক না কেনো, দুর্গন্ধ হতেই পারে। বৃষ্টির সময় ভেজা আবহাওয়া, ফ্রিজের ভেতর বাজে বা বাসী দুর্গন্ধ হওয়ার নানান কারণ থাকতে পারে। তবে সাধারণ কিছু উপায় জানা থাকলে ঘরে টাটকা সুগন্ধের ব্যবস্থা করা যায়। রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল বিস্তারিত।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফির গুঁড়া: বেইকিং সোডা ছাড়াও কফির গুঁড়া ব্যবহার করে ফ্রিজের ভেতরে হওয়া বাজে গন্ধ দূর করা যায়। একটি বাটিতে খানিকটা কফির গুঁড়া নিয়ে ফ্রিজারের ভেতর রেখে দিলে দুর্গন্ধ দূর হয়ে যাবে। কারণ দুর্গন্ধ দূর করার মতো উপাদান রয়েছে রয়েছে কফিতে।
গোসলে ইউক্যালিপটাসের গন্ধ: গোসলখানায় ‘স্পা পার্লার’য়ের মতো সুগন্ধ ছড়াতে চাইলে ব্যবহার করা যায় ইউক্যালিপটাস গাছের পাতা। ডাটাসহ এই গাছের পাতা একটি রাবার ব্যান্ডের সাথে বেঁধে শাওয়ারের মাথায় ঝুলিয়ে দিতে হবে। যখন পানি ছাড়া হবে তখন পাতার সুগন্ধ প্রবাহিত হবে। এভাবে অনন্ত দুতিন সপ্তাহ ব্যবহার করা যাবে।
ডাস্টবিন’রে দুর্গন্ধ দূর করতে: ময়লাফেলার বালতি বা ডাস্টবিন’য়ে বাজে গন্ধ হবেই। আর সেটা ছড়িয়ে পড়তে পারে পুরো বাসায়। এই সমস্যা এড়াতে একটি তুলির বলে যে কোনো ধরনের এসেনশল তেল কয়েক ফোঁটা মাখিয়ে পলিথিন দেওয়ার আগে ডাস্টবিনে ফেলে রাখতে হবে। এতে ময়লা আবর্জনার বাজে গন্ধ ঢাকা পড়বে।
ঘরময় ভ্যানিলার সুবাস ছড়াতে: যেটা ব্যবহার করে রান্নায় সুগন্ধ আনা যায়, সেটা দিয়ে ঘরের বাজে গন্ধও দূর করা যায়। প্রথমে ওভেন প্রিহিট করে নিতে হবে। তারপর কয়েক টেবিল-চামচ পরিমাণ ‘ভ্যানিলা এসেন্স’ ওভেনে ব্যবহার করা যায় এমন বাটিতে নিয়ে ওভেনের ভেতর রেখে দিলে কিছুক্ষণের মধ্যে পুরো বাসা বেকারির মতো সুগন্ধে মৌ মৌ করবে।