ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

পাহাড় ধসে ৫ ঘণ্টা বন্ধ যানবাহন চলাচল

  • আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে পাহাড় ধস, ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু
খাগড়াছড়িতে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরের পর ধসে পরা সড়কের এক পাসের সামান্য মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়। এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারার কাছাকাছি পাহাড় ধসে সড়কের ওপর মাটি পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে মাটি সরানোর কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। সড়কে যানবাহন চলাচল পরিপূর্ণ স্বাভাবিক করতে খাগড়াছড়ি সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের ওপর পরেছে। মাটি সরাতে সময় লেগে যাবে। আপাতত একপাশের কিছু মাটি সড়িয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। স্কেভেটর মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছে। পরিপূর্ণ স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাহাড় ধসে ৫ ঘণ্টা বন্ধ যানবাহন চলাচল

আপডেট সময় : ০১:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে পাহাড় ধস, ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু
খাগড়াছড়িতে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরের পর ধসে পরা সড়কের এক পাসের সামান্য মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়। এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারার কাছাকাছি পাহাড় ধসে সড়কের ওপর মাটি পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে মাটি সরানোর কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। সড়কে যানবাহন চলাচল পরিপূর্ণ স্বাভাবিক করতে খাগড়াছড়ি সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের ওপর পরেছে। মাটি সরাতে সময় লেগে যাবে। আপাতত একপাশের কিছু মাটি সড়িয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। স্কেভেটর মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছে। পরিপূর্ণ স্বাভাবিক হতে একটু সময় লাগবে।