চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ১ হাজার ৩৯৭ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ সদস্যরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঠাকুরপুর বিওপির কদমতলা সীমান্ত থেকে এসব রুপা উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে ধাওয়া করে। ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যান। পরবর্তীসময়ে মোটরসাইকেলটি জব্দ করে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগে ১৬ কেজি ৩০০ গ্রাম বা ১ হাজার ৩৯৭ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।