প্রত্যাশা ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা এ কথা জানিয়েছেন। সূত্র: এএফপি।
কূটনীতিকরা এএফপিকে বলেছেন, গুতেরেস আগামী সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফান্স, রাশিয়া ও চীনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তারা আরো বলেন, তথাকথিত পি-৫ দেশের কিছু সদস্য দেশ কয়েকদিন ধরে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছিল। এক কূটনীতিক জানান, এ ব্যাপারে রাশিয়া তেমন কিছু না বললেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যে দেশের সকলে বৈঠকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। গুতেরেসের এক মুখপাত্র বৈঠকের খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী ১০ সদস্য দেশকে এ বৈঠকে অন্তর্ভুক্ত করা হবে না। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দ্রুত দখল করে নেয়ার একদিন পর গত ১৬ আগস্ট দেশটির বিষয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিষদ সর্বশেষ বৈঠক করে। বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু আফগানিস্তান। দেশটি থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আগামী ৩১ আগস্টের মধ্যে মধ্যে সেনা সরিয়ে নিতে বদ্ধপরিকর। কাবুল বিমানবন্দর দিয়ে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিতে ব্যস্ত। এরই মধ্যে বৃহস্পতিবার এই বিমানবন্দর সন্ত্রাসী হামলায় প্রায় ৯০ জন নিহত হয়ে
আফগানিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ