ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

হামলার শিকার ১০ গ্রাম থিয়েটার সংগঠন

  • আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সরকার পতনের পর দেশের বিভিন্ন শিল্প স্থাপনায় হামলার মধ্যে আক্রান্ত হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১০টি সদস্য সংগঠনও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাম থিয়েটার জানিয়েছে, এসব সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সংগঠনের নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন জেলার বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন বগুড়া থিয়েটার, আদমদিঘি থিয়েটার, কাহালু থিয়েটার, নাগর থিয়েটার, দেবীগঞ্জ থিয়েটার, শহীদ সমর থিয়েটার ও শিশু সংগঠন ভোর হল মেলান্দহ, চারণ থিয়েটার, পাঁচবিবি থিয়েটার আক্রমণের শিকার হয়েছে। “দেবীগঞ্জ থিয়েটারের সভাপতির বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রজন্ম থিয়েটারের কর্মী, পাঁচবিবি থিয়েটারের সভাপতি এবং শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতির বাড়িও ভাঙচুর করা হয়েছে।”
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাস্কর্য যারা গুঁড়িয়ে দিয়েছে, যারা পাঠাগার লুন্ঠন করেছে এবং ছাত্র-জনতাকে যারা হত্যা করেছে, সেসব হত্যাকারীদের বিচার চাই।” গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ওই বিকালেই রাজধানীর বিজয় সরণীতে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের ভাস্কর্য ভাঙচুর বীরশ্রেষ্ঠদের ম্যুরাল। এছাড়া ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য এবং এই শহরেরই শতবছরের পুরনো শশীলজের ফোয়ারার মাঝখানে থাকা রোমান দেবী ভেনাসের ভাস্কর্যটিও ভেঙে ফেলা হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে ২২ জেলা-উপজেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা হয়েছে ঢাকার শিশু একাডেমিতেও।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হামলার শিকার ১০ গ্রাম থিয়েটার সংগঠন

আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: সরকার পতনের পর দেশের বিভিন্ন শিল্প স্থাপনায় হামলার মধ্যে আক্রান্ত হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১০টি সদস্য সংগঠনও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাম থিয়েটার জানিয়েছে, এসব সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সংগঠনের নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন জেলার বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন বগুড়া থিয়েটার, আদমদিঘি থিয়েটার, কাহালু থিয়েটার, নাগর থিয়েটার, দেবীগঞ্জ থিয়েটার, শহীদ সমর থিয়েটার ও শিশু সংগঠন ভোর হল মেলান্দহ, চারণ থিয়েটার, পাঁচবিবি থিয়েটার আক্রমণের শিকার হয়েছে। “দেবীগঞ্জ থিয়েটারের সভাপতির বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রজন্ম থিয়েটারের কর্মী, পাঁচবিবি থিয়েটারের সভাপতি এবং শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতির বাড়িও ভাঙচুর করা হয়েছে।”
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাস্কর্য যারা গুঁড়িয়ে দিয়েছে, যারা পাঠাগার লুন্ঠন করেছে এবং ছাত্র-জনতাকে যারা হত্যা করেছে, সেসব হত্যাকারীদের বিচার চাই।” গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ওই বিকালেই রাজধানীর বিজয় সরণীতে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের ভাস্কর্য ভাঙচুর বীরশ্রেষ্ঠদের ম্যুরাল। এছাড়া ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য এবং এই শহরেরই শতবছরের পুরনো শশীলজের ফোয়ারার মাঝখানে থাকা রোমান দেবী ভেনাসের ভাস্কর্যটিও ভেঙে ফেলা হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে ২২ জেলা-উপজেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা হয়েছে ঢাকার শিশু একাডেমিতেও।