ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

এক চার্জে ১০ দিন চলবে স্মার্টওয়াচ

  • আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে। এবার নতুন একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থা। হুয়াওয়ে ওয়াচ ফিট ২। ঘড়িটি ব্লুটুথ কলিং, বেশ কয়েকটি স্বাস্থ্য-ট্র্যাকিং সেন্সর দিয়ে সাজানো হয়েছে। এতে একাধিক প্রিসেট ওয়ার্কআউট মোড এবং ক্লাউড-ভিত্তিক ওয়াচফেসও পাবেন। ঘড়িটিতে সর্বদা-অন-ডিসপ্লে (এওডি) সমর্থন সহ একটি ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। ৩৩৬ ী ৪৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৩৩৬ পিপিআই পিক্সেল ঘনত্ব। এটি একটি সর্বদা-অন-ডিসপ্লে বৈশিষ্ট্য সমর্থন করে এবং একাধিক ক্লাউড-ভিত্তিক ওয়াচফেস রয়েছে, যা আপনি ওয়াচ ফেস স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।
আয়তক্ষেত্রাকার ঘড়ির কেসটিতে একটি প্রেস-টু-রিলিজ লিঙ্ক ডিজাইন এবং ডান প্রান্তে একটি সাইড বোতাম রয়েছে। হুয়াওয়ের ওয়াচ ফিট ২ অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন (ঝঢ়ঙ২) লেভেল মনিটর, সেইসঙ্গে ঘুম এবং স্ট্রেস লেভেল ট্র্যাকার দিয়ে সজ্জিত। এই সেন্সরগুলো থেকে ডাটা হুয়াওয়ে হেলথ অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। ঘড়িটিতে সাতটি প্রিসেট ওয়ার্কআউট মোডের সঙ্গে আসে। স্মার্টওয়াচটি ব্লুটুথ ৫.২ সংযোগ সমর্থন করে এবং ৫এটিএম পানি প্রতিরোধের সঙ্গে আসে। এটি ব্লুটুথ কলিং এবং ইচ্ছামতো প্লেব্যাকের অনুমতি দেয় যা ফোন অ্যাপে প্লেলিস্টের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।
হুয়াওয়ে ওয়াচ ফিট ২-এর গ্লোবাল ভেরিয়েন্ট তিনটি সংস্করণে অফার করা হয়েছে- অ্যাক্টিভ এডিশন, ক্লাসিক এডিশন এবং এলিগ্যান্ট এডিশন। এই সংস্করণগুলোর প্রত্যেকটি বিভিন্ন স্ট্র্যাপ এবং কেস রঙের বিকল্পগুলোতে আসে। স্মার্টওয়াচটির দাম ভারতীয় বাজারে ৯ হাজার ৯৯৮ রুপি। সূত্র: গ্যাজেট ৩৬০

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক চার্জে ১০ দিন চলবে স্মার্টওয়াচ

আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

প্রযুক্তি ডেস্ক :জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে। এবার নতুন একটি স্মার্টওয়াচ এনেছে সংস্থা। হুয়াওয়ে ওয়াচ ফিট ২। ঘড়িটি ব্লুটুথ কলিং, বেশ কয়েকটি স্বাস্থ্য-ট্র্যাকিং সেন্সর দিয়ে সাজানো হয়েছে। এতে একাধিক প্রিসেট ওয়ার্কআউট মোড এবং ক্লাউড-ভিত্তিক ওয়াচফেসও পাবেন। ঘড়িটিতে সর্বদা-অন-ডিসপ্লে (এওডি) সমর্থন সহ একটি ১.৭৪ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। ৩৩৬ ী ৪৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৩৩৬ পিপিআই পিক্সেল ঘনত্ব। এটি একটি সর্বদা-অন-ডিসপ্লে বৈশিষ্ট্য সমর্থন করে এবং একাধিক ক্লাউড-ভিত্তিক ওয়াচফেস রয়েছে, যা আপনি ওয়াচ ফেস স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।
আয়তক্ষেত্রাকার ঘড়ির কেসটিতে একটি প্রেস-টু-রিলিজ লিঙ্ক ডিজাইন এবং ডান প্রান্তে একটি সাইড বোতাম রয়েছে। হুয়াওয়ের ওয়াচ ফিট ২ অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন (ঝঢ়ঙ২) লেভেল মনিটর, সেইসঙ্গে ঘুম এবং স্ট্রেস লেভেল ট্র্যাকার দিয়ে সজ্জিত। এই সেন্সরগুলো থেকে ডাটা হুয়াওয়ে হেলথ অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। ঘড়িটিতে সাতটি প্রিসেট ওয়ার্কআউট মোডের সঙ্গে আসে। স্মার্টওয়াচটি ব্লুটুথ ৫.২ সংযোগ সমর্থন করে এবং ৫এটিএম পানি প্রতিরোধের সঙ্গে আসে। এটি ব্লুটুথ কলিং এবং ইচ্ছামতো প্লেব্যাকের অনুমতি দেয় যা ফোন অ্যাপে প্লেলিস্টের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।
হুয়াওয়ে ওয়াচ ফিট ২-এর গ্লোবাল ভেরিয়েন্ট তিনটি সংস্করণে অফার করা হয়েছে- অ্যাক্টিভ এডিশন, ক্লাসিক এডিশন এবং এলিগ্যান্ট এডিশন। এই সংস্করণগুলোর প্রত্যেকটি বিভিন্ন স্ট্র্যাপ এবং কেস রঙের বিকল্পগুলোতে আসে। স্মার্টওয়াচটির দাম ভারতীয় বাজারে ৯ হাজার ৯৯৮ রুপি। সূত্র: গ্যাজেট ৩৬০