ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-জনতার দাবি অনুযায়ী কাজ করব: উপদেষ্টা বিধান রঞ্জন

  • আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার দাবি অনুযায়ী ‘বৈষম্যহীন’ সমাজ গঠনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।
রোববার শপথ নেওয়ার পর গতকাল সোমবার প্রথম সচিবালয়ে নিজের দপ্তরে আসেন উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে মত বিনিময়ের আগেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ছাত্র-জনতার দাবির মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে মন্তব্য করে বিধান রঞ্জন বলেন, “তাদের দাবি অনুযায়ী সরকার কাজ করবে। সরকার মানুষের এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটাই সরকারের দায়িত্ব।” বিধান রঞ্জন মনে করেন, যে কোনো জাতির মূল ভিত হল প্রাথমিক শিক্ষা। “প্রথম জীবনের শিক্ষার উপরে মানুষের ব্যক্তিত্ব গঠিত হয়। তারপর সেটা শুধু এক্সটেনশন হয়, পরিবর্তন খুব বেশি হয় না। কিন্তু দুঃখজনক হচ্ছে প্রাথমিক শিক্ষাটা যেভাবে গুরুত্ব পাওয়া উচিত আমাদের দেশে সেভাবে হয়নি। “এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। এখন শিক্ষার অবকাঠামগত উন্নয়ন হয়েছে, সাক্ষরতার হার অনেক বেড়েছে। এখন আমরা শিক্ষার মান উন্নয়ন করব। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।” মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের উপেদষ্টা হিসেবে বিধান রঞ্জন শপথ নিয়েছেন রোববার। এর আগে বৃহস্পতিবার এই সরকারের ১৩ উপদেষ্টা শপথ নিলেও তিনজন ঢাকার বাইরে থাকায় তারা ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

ছাত্র-জনতার দাবি অনুযায়ী কাজ করব: উপদেষ্টা বিধান রঞ্জন

আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার দাবি অনুযায়ী ‘বৈষম্যহীন’ সমাজ গঠনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।
রোববার শপথ নেওয়ার পর গতকাল সোমবার প্রথম সচিবালয়ে নিজের দপ্তরে আসেন উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে মত বিনিময়ের আগেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ছাত্র-জনতার দাবির মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে মন্তব্য করে বিধান রঞ্জন বলেন, “তাদের দাবি অনুযায়ী সরকার কাজ করবে। সরকার মানুষের এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটাই সরকারের দায়িত্ব।” বিধান রঞ্জন মনে করেন, যে কোনো জাতির মূল ভিত হল প্রাথমিক শিক্ষা। “প্রথম জীবনের শিক্ষার উপরে মানুষের ব্যক্তিত্ব গঠিত হয়। তারপর সেটা শুধু এক্সটেনশন হয়, পরিবর্তন খুব বেশি হয় না। কিন্তু দুঃখজনক হচ্ছে প্রাথমিক শিক্ষাটা যেভাবে গুরুত্ব পাওয়া উচিত আমাদের দেশে সেভাবে হয়নি। “এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। এখন শিক্ষার অবকাঠামগত উন্নয়ন হয়েছে, সাক্ষরতার হার অনেক বেড়েছে। এখন আমরা শিক্ষার মান উন্নয়ন করব। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।” মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের উপেদষ্টা হিসেবে বিধান রঞ্জন শপথ নিয়েছেন রোববার। এর আগে বৃহস্পতিবার এই সরকারের ১৩ উপদেষ্টা শপথ নিলেও তিনজন ঢাকার বাইরে থাকায় তারা ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।