মৌলভীবাজার প্রতিনিধি: দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর চালানো হামলা, হুমকি-ধমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ প্রদর্শন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল এ জনস্রোত। এতে যোগ দেন জেলা সদরসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে আগত সনাতনী মানুষ। এসময় তারা হাতে বিভিন্ন অসাম্প্রদায়িক ও দাবি সম্বলিত স্লোগান লিখা প্ল্যা-কার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলে সারা দেশে হিন্দুদের ওপর আক্রমণের নিন্দা জানান অংশগ্রহণকারীরা সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বারবার কেন হিন্দুরাই রাজনীতির শিকার হবে- এমন প্রশ্নও উত্থাপন করে তারা। ‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হামলা, আক্রমণের শিকার হবে?’ – এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধাসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর সাম্প্রতিক সময়ে দেশের বেশকিছু জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ ও হামলা করা হয়েছে। এসব হামলায় বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। আজকের বিশাল এ জনস্রোতে ন্যক্কারজনক এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। আয়োজকরা বক্তব্যে বলেন, একটি স্বাধীন দেশে হিন্দুদের বাড়িঘরের ওপর হামলা, ভাঙচুর করার অধিকার কারও নেই। এ দেশের সনাতনী সমাজ পূর্ণরূপে স্বাধীনভাবে বাঁচতে চায়। এদেশ সনাতনীদেরও দেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু ট্যাগ নিয়ে থাকতে চান না তারা। সাধারণ সনাতনী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। সবাই এদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।