ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ভেনেজুয়েলায় বন্যা ভূমিধসে ২০ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডে¯ ‹ : জেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মেরিডায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধস ও নদীর পানি বেড়ে দেখা দেওয়া বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের মেরিডা রাজ্যের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেছেন, মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং কিছু এলাকায় টেলিফোন পরিষেবা মেরামতের কাজ চলছে। এর আগে রাজ্যটির গভর্নর বিরোধীদলীয় ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির র‌্যামন গেভারা জানিয়েছিলেন, এক হাজার দুইশরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে রাস্তায় বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়ি, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেতরে কাদার স্তর এবং ভূমিধসের পর রাস্তায় ছড়িয়ে থাকা বোল্ডার পড়ে থাকতে দেখা গেছে।
বন্যার পানিতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগ কবলিত এলাকাগুলোর বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বলে গেভারা জানিয়েছেন।
দুর্যোগ কবলিত এলাকাগুলোকে সহায়তা দেওয়ার মতো সম্পদ রাজ্য বা নগর কর্তৃপক্ষগুলোর নেই বলে জানিয়েছেন তিনি।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী রেমিহিও সেবায়োস বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, ৫৪ হাজার ৫৪৩ জন মানুষ ও ৮৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বহু সড়ক ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিডাসহ পশ্চিমাঞ্চলের নয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি আছে বলে জানিয়েছেন তিনি। মেরিডায় অবস্থানরত সশস্ত্র বাহিনীর ইউনিটগুলিসহ দমকলের ৮০ ও সিভিল প্রটেকশনের ৬০ জন কর্মকর্তাকে জরুরি অভিযানগুলোতে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

ভেনেজুয়েলায় বন্যা ভূমিধসে ২০ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডে¯ ‹ : জেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মেরিডায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধস ও নদীর পানি বেড়ে দেখা দেওয়া বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের মেরিডা রাজ্যের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেছেন, মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং কিছু এলাকায় টেলিফোন পরিষেবা মেরামতের কাজ চলছে। এর আগে রাজ্যটির গভর্নর বিরোধীদলীয় ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির র‌্যামন গেভারা জানিয়েছিলেন, এক হাজার দুইশরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে রাস্তায় বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়ি, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেতরে কাদার স্তর এবং ভূমিধসের পর রাস্তায় ছড়িয়ে থাকা বোল্ডার পড়ে থাকতে দেখা গেছে।
বন্যার পানিতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগ কবলিত এলাকাগুলোর বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বলে গেভারা জানিয়েছেন।
দুর্যোগ কবলিত এলাকাগুলোকে সহায়তা দেওয়ার মতো সম্পদ রাজ্য বা নগর কর্তৃপক্ষগুলোর নেই বলে জানিয়েছেন তিনি।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী রেমিহিও সেবায়োস বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, ৫৪ হাজার ৫৪৩ জন মানুষ ও ৮৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বহু সড়ক ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিডাসহ পশ্চিমাঞ্চলের নয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি আছে বলে জানিয়েছেন তিনি। মেরিডায় অবস্থানরত সশস্ত্র বাহিনীর ইউনিটগুলিসহ দমকলের ৮০ ও সিভিল প্রটেকশনের ৬০ জন কর্মকর্তাকে জরুরি অভিযানগুলোতে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।