চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মো. মামুন গাজী (৩২) নামে যুবককে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা পরিচয় দেওয়া ফজলু নামে আরেক যুবক জনতার মারধরে পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচন্ডি এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আটক মামুন শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। মারধর খেয়ে পালিয়ে যাওয়া ফজলু একই এলাকার। তবে তার বাবার নাম জানা যায়নি। অফিসের হিসাব রক্ষক মো. ফারুক হোসেন বলেন, সে টাকা দাবি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।