ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধুনটে আল-আমিন (২৪) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় আল-আমিনকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চর ধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে বসে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন আল-আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতী নদীর চর ধুনট সেতু এলাকায় পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধুনটে আল-আমিন (২৪) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় আল-আমিনকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চর ধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে বসে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন আল-আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতী নদীর চর ধুনট সেতু এলাকায় পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।