গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিদ্রোহ করেছেন। এতে কারাগারের আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্দি বিদ্রোহে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কারাগারে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারের মধ্যে বিদ্রোহ শুরু হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দি বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা পায়। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলায় বন্দি আসামিরা মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ভেতরে এখন সেনাবাহিনী আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, বেলা ১১টার পর বাইরে থেকে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে আর কোনো গুলি ছোড়ার শব্দ পাওয়া যাচ্ছে না। সরেজমিনে কারাগারে গিয়ে দেখা যায়, কারাগার ফটকের সামনে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি। ভেতর বাইরে রয়েছে সেনা সদস্যরা। উৎসুক জনতাকে তাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। কারারক্ষী সবাই সিভিল পোশাকে কাজ করছে। গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা বলেন, কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। এতে ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে কারও মাথায়, কারও চোখে, কারও পায়ে আঘাত লেগেছে। এতে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ১৩ জন বন্দি ও তিনজন কারারক্ষী।