ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা কনি চিউমে

  • আপডেট সময় : ০১:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এবং বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের গার্ডেন সিটি হাসপাতালে মারা গেছেন চিউমে। তার পরিবারের সদস্যরা ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিবারের তরফ থেকে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী অভিনেত্রী কনি চিউমে আর নেই।’ আরও লেখা হয়েছে, ‘পরিবারের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। বিস্তারিত জানানো হবে।’ মৃত্যুকালে কনি চিউমে চার সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ থেকে ২০০৪ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। এরপর তার বিচ্ছেদ হয়ে যায়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা কনি চিউমে

আপডেট সময় : ০১:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এবং বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের গার্ডেন সিটি হাসপাতালে মারা গেছেন চিউমে। তার পরিবারের সদস্যরা ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিবারের তরফ থেকে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী অভিনেত্রী কনি চিউমে আর নেই।’ আরও লেখা হয়েছে, ‘পরিবারের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। বিস্তারিত জানানো হবে।’ মৃত্যুকালে কনি চিউমে চার সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ থেকে ২০০৪ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। এরপর তার বিচ্ছেদ হয়ে যায়।