চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পরিস্থিতি এখনো থমথমে। দু-একটি কাঁচামালের ট্রাক ঢুকলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি এই বন্দর। ফলে ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকে আছে ৪০-৫০টি পেঁয়াজ ও মরিচ ভর্তি ট্রাক। পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আন্দোলনের প্রভাব এই স্থলবন্দরের আমদানি-রপ্তানিতে পড়েছে। তবে দুই-একটি ট্রাক করে কাঁচা মরিচ ও পেঁয়াজ আসছে। কিন্তু গতকাল বুধবার সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ফলে ৪০-৫০টি পেঁয়াজ ও মরিচ ভর্তি ট্রাক ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকে আছে। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি দ্রুত সমস্যা সমাধানে। এক আমদানিকারক বলেন, আমাদের দেশে কোনো সমস্যা নেই। শিক্ষার্থীরা পণ্যবাহী ট্রাক গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন।