হাসান নাজমুল : লোহার মতন শক্ত লাঞ্ছনা মন-ভবনে
আটকে থাকে আমৃত্যু;
তোমাদের দেওয়া লাঞ্ছনাগুলো
মন-ভবনকে করেছে শক্ত আরও;
ভেবেছিলে তোমাদের তিরস্কার নিয়ে
নদীপাড়ের মতো ভেঙে পড়বো চিরতরে,
তলিয়ে যাবো নদীর তন্দ্রার ভিতর;
আমার দুর্দিনে তোমাদের হাসি
জিয়ানো মাছের মতো
আমাকে বাঁচিয়ে রেখেছে আজও;
তোমাদের ভর্ৎসনায়
আমার সংকুচিত সাধনা
প্রসারিত হয়েছে নদীর মতো
নিষ্ক্রিয় প্রত্যঙ্গ সঞ্চালিত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে
তোমাদের ভর্ৎসনায় জেনেছি অজানা অধ্যায়।