রবিউল রতন : বিষম অন্ধকারে গেয়েছিলে সাম্যের গান
বঞ্চিত প্রেমের অধিকার
তীব্র প্রতিবাদে ভেঙেছ আঁধারের প্রাচীর
জাহান্নামের আগুনে বসে পৃথিবীকে করেছ চুম্বন,
নীল কষ্টের শিকল পিঞ্জর ভেঙে সজল; মৃত্তিকা করেছ উর্বর।
অবিচারের লৌহ কপাট ভেঙে এনেছো সন্ধ্যার চাঁদ
বাহুদ্বয়ের বন্ধন
গরিব দুঃখীদের স্বচ্ছ অধিকার।
আদিম সভ্যতার বুকে তুমি ছিলে সন্ধ্যা প্রদীপ, শেষ রাত্রির ধ্রুবতারা-
বক্ষে বিঁধে এঁকেছিলে স্বদেশের মানচিত্র, সবুজ মুখ- ফুল পাখিদের উড়ন্ত হাসি
নিন্দিত পোশাকে ফোটেছিল প্রভাতের ফুল
ক্ষমতার অবরুদ্ধ কপাট ভেঙে গেয়েছিলে মুক্তির গান
তুমি ছিলে, তুমি আছো,
তুমি থাকবে হৃদয়ে বাংলার।