মাহবুব-এ-খোদা :
ঋতুর রানি শরৎ এলো
শুভ্র মেঘের ভেলায়,
রংবেরঙের ফুল যে ফুটে
সকাল-সন্ধ্যা বেলায়।
শরৎ এলো বাঁশবাগানে
সাদা বকের ঝাঁকে,
কাশেরফুলে দৃষ্টি কাড়ে
নদীর বাঁকে বাঁকে।
শরৎ এলো প্রভাতকালে
শিশিরভেজা ঘাসে,
সন্ধ্যা নামলে লক্ষ তারা
দূর আকাশে ভাসে।
শরৎ এলো প্রকৃতিতে
বর্ষাঋতু শেষে,
রূপ-লাবণ্যে ওঠলো সেজে
সোনার বাংলা হেসে।